আসানসোলে গ্রেফতার রিকভারি এজেন্ট, জামিন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে একটি রিকভারি এজেন্টকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট বা পিপি। আসানসোল শহরের অন্যতম অভিজাত এলাকা আপকার গার্ডেনের বাসিন্দা রাজীব । পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল শহরের এক বাসিন্দা তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে বলা হয়েছিলো, ঐ রিকভারি এজেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরে ডিফল্ট বা খেলাপি হয়ে যাওয়ার জন্য তাকে হুমকি দিতেন এবং তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতেন বলে অভিযোগ।




রবিবার সকালে ধৃতকে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট বা পিপির তরফে আসানসোল আদালতে পেশ করা হয়। তাকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়। তবে, এদিন আদালতে অভিযোগকারী ব্যক্তি এফিডেভিট বা হলফনামা দেন। তার ভিত্তিতে বিচারক পুলিশে আবেদন খারিজ করে ধৃতর জামিন মঞ্জুর করেন।
এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর এদিন বলেন, ঐ রিকভারি এজেন্টের বিরুদ্ধে এক ব্যক্তি প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট বা পিপিতে করা হয়েছিলো। তার ভিত্তিতে তদন্ত করতে নেমে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।