ASANSOL

রাজ্য স্তরের দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ীর পাশে ” আসানসোল মেরিনার্স “

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার নতুন প্রতিভা মহঃ ফাহিম শেখ । বার্নপুরের রহমতনগরের বাসিন্দা ফাহিম রাজ্য স্তরের দৌড় প্রতিযোগিতায় ৪×৪০০ রিলে, ৮০০ ও ১৫০০ মিটারে তিন তিনটে স্বর্ণপদক অর্জন করে আসানসোল শিল্পাঞ্চল তথা জেলার মুখ উজ্জ্বল করেছে। রবিবার আসানসোল মেরিনার্স পরিবারের সদস্যরা তার বাড়িতে যান। তাদের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। এর পাশাপাশি তাকে উত্তরীয় পড়িয়ে, পুষ্পস্তবক ও একটি গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।


আসানসোল মেরিনার্স পরিবারের তরফে বলা হয়েছে, আগামী দিনে মহঃ ফাহিম শেখ একদিন তার প্রতিভার মধ্যে দিয়ে বিশ্বজয় করবে। তার সাফল্য আসানসোল তথা বাংলার মুখ উজ্জ্বল করবে। বরাবরই আসানসোল মেরিনার্স এই ধরনের প্রতিভাকে তুলে আনে ও তার পাশে থাকে। ফাহিমের মতো এমন নতুন প্রতিভাকে আগামীদিনেও তুলে আনবে। আসানসোল মেরিনার্স পরিবারের সকলকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা তাদের পাশে থাকছেন ও এভাবে সাহায্য করেছেন।
ফাহিম ও তার পরিবারের সদস্যরাও আসানসোল মেরিনার্সকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *