RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে আটক বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

নবান্ন অভিযানে গন্ডগোল পাকানোর অভিযোগ

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* অভয়ার বিচারের দাবিতে গত ৯ আগষ্ট অভয়ার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক ও কর্মীরা দলীয় পতাকা ছাড়াই অংশ নেন। সেই অভিযান নিয়ে কলকাতার রাস্তায় গন্ডগোল হয়। হাওড়া পুলিশ সবমিলিয়ে নয়টি মামলা করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাসিন্দা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডলকে রানিগঞ্জ থানার পুলিশ আটক করে। আটক করা হয়েছে ঈশ্বর ঘোষ নামে আরো একজনকে। এর প্রতিবাদে এদিন বিকেলে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় বা আমড়াসোঁতা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায়।

তিনি বলেন, শান্তিপূর্ণ নবান্ন অভিযানের পরে তৃণমূলের ক্যাডার পুলিশ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আসানসোল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডলকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে। তার প্রতিবাদে আমড়াসোঁতা ফাঁড়িতে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদ করা হয়েছে।

এদিকে, রানিগঞ্জ থানার এক আধিকারিক বলেন, হাওড়া পুলিশের নির্দেশ মতো অভিক মন্ডলকে নতুন এগড়া থেকে এদিন সকালে আটক করা হয়েছে। একইসাথে আরো একজনকেও আটক করা হয়েছে। হাওড়া পুলিশের দল আসছে। তাদের হাতে এদেরকে তুলে দেওয়া হবে। আরো জানা গেছে, নবান্ন অভিযানের দিন ব্যারিকেড ভাঙার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে হাওড়া পুলিশ এই অভিক মন্ডলকে সনাক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *