ASANSOL

আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

রাহুল গান্ধী সহ বিরোধী দলের সাংসদদের দিল্লিতে গ্রেফতারের প্রতিবাদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ভোটার তালিকায় এসআইআর বা নিবিড় সংশোধনী করা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা ও অনিয়ম নিয়ে গত কয়েকদিন ধরেই আক্রমণাত্মক মেজাজে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্যরা। সম্প্রতি, রাহুল গান্ধী এই বিষয়ে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকায় অনিয়ম তুলে ধরেন। তিনি দাবি করেছিলেন যে, এভাবে ভোটার তালিকায় কারচুপি করে বিজেপি একের পর এক নির্বাচনে জয়লাভ করছে।

সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে স্মারক লিপি দিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের গ্রেফতার করে।এর প্রতিবাদে ও বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করে এবং নির্বাচন কমিশনের অপব্যবহার করে নির্বাচনে জয়ের বিরুদ্ধে সরব হয়ে এদিন বিকেলে আসানসোলের জিটি রোডে সিটি বাসস্ট্যান্ড এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। এখানে কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করা হয়।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলম বলেন, রাহুল গান্ধী গত কয়েকদিন আগে স্পষ্ট জানিয়েছেন যে, কিভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে ভোটার তালিকায় কারচুপি করছে যাতে প্রতিটি নির্বাচনে বিজেপি লাভবান হয়। এদিন যখন দিল্লিতে রাহুল গান্ধী অন্যান্য বিরোধী সাংসদদের সাথে দিল্লির রাস্তায় মিছিল করছিলেন, তখন পুলিশ তাদেরকে আটকায় ও বেআইনিভাবে গ্রেফতার করে। এর বিরুদ্ধে এদিন কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ করা হচ্ছে।

তারা স্পষ্ট করে বলেন, ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের অপব্যবহার করে নির্বাচন জয়লাভের চেষ্টা করছে। শাহ আলম অভিযোগ করেন, বিজেপি জনগণের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে। ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছে। এখন জনগণ বিজেপির আসল চেহারা বুঝতে পেরেছে। তাই জনগণ এখন কংগ্রেস এবং রাহুল গান্ধীর সাথে রয়েছেন। এদিন আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এসএম মুস্তাফা ছাড়াও কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *