PANDESWAR-ANDAL

একই দিনে তৃণমূল বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : একই দিনে তৃণমূল বিজেপির কর্মসূচি ঘিরে ছড়ালো উত্তেজনা । রবিবার বিকেলে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহা গ্রামে ।‌ পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।রবিবার বিকেলে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গ্রামে স্থানীয় মন্দিরে চণ্ডীপাঠ কর্মসূচি আয়োজন করে বিজেপি । ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । একই সময় একই জায়গায় রাখি বন্ধন উৎসব ও ভাষার সন্ত্রাসের প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের ।

জিতেন্দ্রর তেওয়ারি এলাকায় ঢুকতেই তৃণমূল কর্মীরা জয় বাংলা, জয় দুর্গা, জয় কালী স্লোগান দিতে শুরু করে, পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে । ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন বিজেপি আগে রামের নামে রাজনীতি করতো । এখন মা কালি, মা দুর্গার নামে রাজনীতি করছে । গিরগিটির মতো রং বদলাছে বিজেপি । ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মানুষ বরদাস্ত করবে না ।

উল্টোদিকে জিতেন তিওয়ারি বলেন দুর্গাপূজো আসন্ন । তাই দলের কর্মীরা চন্ডি পাঠের আয়োজন করাছে । আমি এসেছিলাম সেই কর্মসূচিতে যোগ দিতে । কিন্তু তৃণমূল কর্মীরা চন্ডী পাঠে বাধা দেয় । বাংলার মাটিতে চণ্ডীপাঠ হোক তৃণমূল চাই না। তাই এই ঘটনা তারা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জিতেন বাবু । পাশাপাশি তিনি বলেন ছ’ মাস পর দেবী দুর্গা বধ করবে এখানের তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *