দুর্গাপুরে গরু কান্ড : ধানবাদ থেকে গ্রেফতার মুল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ শেষ পর্যন্ত গ্রেফতার হলো দুর্গাপুরের গরু কান্ডের মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি । গত ৩১ জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ উঠে পারিজাত গাঙ্গুলি ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শনিবার পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছিলো। ধৃতরা সবাই বিজেপি কর্মী ও সমর্থক। তবে পারিজাত ঘটনার পর থেকে বেপাত্তা ছিল। তার খোঁজ চালাচ্ছিলো পুলিশ।




দুর্গাপুরের কোকওভেন থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধানবাদ থেকে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুর্গাপুর নিয়ে আসা হচ্ছে। যদিও সোমবার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই দাবি করেন, পারিজাত আত্মসমর্পণ করেছেন।বিজেপি বিধায়ক এই ঘটনায় পুলিশের অতি সক্রিয় হওয়া নিয়ে আরো বলেন, আমরা তো দলের তরফে এই ঘটনার নিন্দা করেছি।
বলা হয়েছিলো, এই ঘটনা ঠিক হয়নি। কিন্তু গত কয়েক দিন ধরে পুলিশ যা করেছে, তা খুবই খারাপ। পুলিশ এমন করছে, দেখে মনে হচ্ছে অভিযুক্তরা বড় ধরনের ক্রিমিনাল। গভীর রাতে বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। মহিলাদেরও ছাড়া হচ্ছে না। দুর্গাপুরের মানুষেরা এর জবাব দেবেন ২০২৬ র ভোটে।