BARABANI-SALANPUR-CHITTARANJAN

শ্রাবণ মাসের শেষ সোমবারে বারাবনিতে মর্মান্তিক ঘটনা, বাঁকে করে জল আনতে গিয়ে অজয় নদীতে তলিয়ে স্কুল পড়ুয়ার মৃত্যু

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বাঙালিদের শ্রাবণ মাসের শেষ সোমবার সাতসকালে মর্মান্তিক ঘটনা। মন্দিরে শিবের মাথায় দেওয়ার জন্য বাঁকে করে জল আনতে গিয়ে অজয় নদীতে তলিয়ে মৃত্যু হলো দশম শ্রেণির স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ আসানসোলের বারাবনি থানার পানুরিয়ার রুনাকুড়াঘাটে। বারাবনি থানার জামগ্রামের ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা মৃত স্কুল পড়ুয়ার নাম কল্যান দাস (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বারাবনির জামগ্রামের কয়েকজন স্কুল পড়ুয়া এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারাবনির পানুরিয়ায় রুনাকুড়াঘাটে অজয় নদীতে বাঁকে করে জল আনতে যায়। তারা নদীতে জল নিতে নামার মুহূর্তের মধ্যেই কল্যান তলিয়ে যায় । কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে জল থেকে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এরপর তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত কল্যাণ দাস জামগ্রাম হাই স্কুল থেকে ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দিতো। সাতসকালে এই খবর আসার পরে জামগ্রাম ও আশেপাশের এলাকায় শোকে ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *