ASANSOL-BURNPUR

রোটারি ক্লাব অফ আসানসোল রয়েল বেঙ্গলের উদ্যোগ: বিসি কলেজে ঠান্ডা পানীয়জলের মেশিনের উদ্বোধন

*বেঙ্গল মিরর, আসানসোল,  রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* রোটারি ক্লাব অফ আসানসোল রয়েল বেঙ্গলের উদ্যোগে  আসানসোলের বিসি কলেজে একটি ঠান্ডা পানীয়জলের মেশিন বসানো হলো। বুধবার সকালে এক অনুষ্ঠানে এই মেশিন উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।

প্রয়াত ষষ্ঠী নারায়ণ গরাইয়ের ছেলে রোটারি ক্লাবের সদস্য সোমনাথ গরাই, বিসি কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় , রোটারি ক্লাবের সদস্য কৌস্তুভ বন্দোপাধ্যায়, সৌম্য নারায়ণ গোরাই, কৌস্তুভ নারায়ণ গরাই, সম্পাদক মৈনাক রুদ্র, সন্দীপ রায়, শুভ নারায়ণ গরাই, কেদারনাথ গরাই, উজ্জ্বল রায়, ঋত্বিক ঘটক ও রোটারি ক্লাবের সহকারী গভর্নর (জোন ১) চন্দন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন যে রোটারি ক্লাব অফ আসানসোল রয়েল বেঙ্গলেট পক্ষ থেকে এদিন বিসি কলেজে একটি ঠান্ডা পানীয়জলের মেশিন স্থাপন করা হয়েছে। প্রয়াত ষষ্ঠী নারায়ণ গরাই একসময় বিসি কলেজকে ১ লক্ষ টাকারও বেশি অনুদান দিয়েছিলেন। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আজ তার বংশধরেররাও কলেজের উন্নয়নে অবদান রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *