হাইভোল্ট তারের মধ্যে লোহার পাইপ ঠেকে গিয়ে মর্মান্তিক পরিণতি হল রানীগঞ্জের যুবকের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের লাগুয়া এলাকায় বাঁশড়া অঞ্চলে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্ট তারের মধ্যে লোহার পাইপ ঠেকে গিয়ে মর্মান্তিক পরিণতি হল রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ নগরের বাসিন্দা বছর কুঁড়ির যুবক মোহাম্মদ আলতামাসের। ওই যুবক দীর্ঘদিন ধরেই সেখানে একটি গ্যারেজে কর্মী হিসেবে কাজ করতো।













গ্যারেজ মেকানিক মোহাম্মদ নাসিম জানান বুধবার সকাল ন’টা নাগাদ ওই যুবক তার গ্যারেজে ছাদে উঠে নালি নর্দমার সাফায়ের জন্য লোহার একটি পাইপ নামাছিল সে সময়ই সেই পাইপ ও অসাবধানতা বসত ১১০০০ ভোল্টের তারের সংস্পর্শে চলে গেলে সেই বিদ্যুৎ সংযোগের কারণে মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে, আর প্রচন্ড বিকট শব্দ শুনতে পেয়ে আশেপাশের মানুষজন ও গ্যারেজের মেকানিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন মাটিতে পড়ে রয়েছে বছর কুড়ির আলতামাস।
এই ঘটনা লক্ষ্য করেই স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এরপরই রানীগঞ্জ থানা ও পাঞ্জাবির মোড় ফাঁড়িতে খবর দিলে, পুলিশ দ্রুত হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে। এ মুহূর্তে দেহটিকে রানীগঞ্জ থানার মর্গে রাখা হয়েছে। আগামীতে ডিউটির ময়না তদন্তের জন্য তা আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। তবে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের নিচে এত অল্প উচ্চতায় কিভাবে একটা গ্যারেজের কাজকর্ম চলছিল কেনই বা এ বিষয়ে কেউ নজর রাখেনি তা নিয়ে প্রশ্ন তুলছে অভিজ্ঞ মহল। এখন দেখান আগামীতে ওই যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য কিরূপ কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

