‘কন্যাশ্রী’ প্রকল্পের ১২ তম বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র : বারাবনী ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে, বৃহস্পতিবার ‘কন্যাশ্রী’ প্রকল্পের ১২তম বার্ষিকী উপলক্ষে একটি জেলা স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের ১২তম বার্ষিকী উপলক্ষে কলকাতায় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। যেখানে মূলত আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস. (আইএএস), জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউরি, আসানসোল মহকুমা আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, ব্লক বিডিও শিলাদিত্য ভট্টাচার্য , বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।













প্রধান অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মঞ্চ থেকে ৫ জন ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে চেক এবং শংসাপত্র প্রদান করা হয়। এবং জেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কলেজ ও স্কুলগুলিকে পুরষ্কার শংসাপত্র প্রদান করা হয়। এই উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মেয়র বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের আওতায় অনেক শিক্ষার্থী ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট পোন্নাম্বলম এস. (আইএএস) বলেন, জেলার অনেক শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে এবং মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। যা আমাদের জন্য গর্বের বিষয়।





