ASANSOL

পূর্ব রেলের আরপিএফের দুই কর্মীকে প্রশংসনীয় সেবার জন্য রাষ্ট্রপতি পদক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলওয়ের জন্য একটা গর্বের মুহূর্ত। ২০২৫ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের দুই কর্মী পাচ্ছেন রাষ্ট্রপতি পদক। তারা হলেন শ্যামলেন্দু ভূষণ চন্দ ও অমিত কুমার মালিক। শ্যামলেন্দু ভূষণ চন্দ সহকারী উপ-পরিদর্শক, শিয়ালদহ ডিভিশনে এএসআই বা সহকারী সাব ইন্সপেক্টর ও অমিত কুমার মালিক আসানসোল ডিভিশনে হেড কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তাদেরকে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির মেধা স্বত্ব পদক (এমএসএম) প্রদান করা হয়েছে।

এই মর্যাদাপূর্ণ সম্মান তাদের ব্যতিক্রমী নিষ্ঠা, অটল প্রতিশ্রুতি এবং তাদের কর্তব্য পালনে আন্তরিকতার স্বীকৃতি। তাদের সেবা আরপিএফ ভ্রাতৃত্বের জন্য অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়ে আছে এবং রেল যাত্রী ও সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাহিনীর মিশনকে আরও শক্তিশালী করে।এরজন নয়াদিল্লির আরপিএফের ডিজি বা ডিরেক্টর জেনারলল এবং অমিয় নন্দন সিনহা, (আইজি-কাম-পিসিএসসি/পূর্ব রেলওয়ে) পুরষ্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাদের পেশাদার উৎকর্ষতা এবং পূর্ব রেলওয়ের সুরক্ষা নেটওয়ার্কে অবদানের প্রশংসা করেছেন তারা।

One thought on “পূর্ব রেলের আরপিএফের দুই কর্মীকে প্রশংসনীয় সেবার জন্য রাষ্ট্রপতি পদক

  • Biswajit Halder

    Great dedication and so achievement by both RPF Personnel

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *