সিআইএসএফ জওয়ান হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে হত্যার দৃশ্য পুনর্নির্মাণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানের (৪৫) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হত্যার দৃশ্য পুনর্নির্মাণকরলেন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ।প্রসঙ্গত গত ২৩শে এপ্রিল পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডোমদোহা উপরডাঙ্গা এলাকায় সিআইএসএফ জওয়ান এর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ,এই ঘটনার তদন্তে নেমে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বিহারের ভাগলপুর থেকে যুবরাজ সিংকে গ্রেফতার করে দশ দিনের পুলিশ হেফাজতে নেয় এর পরেই রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে পুনর্নির্মাণে যুবরাজের মাধ্যমে ঘটনার দিনের গতিবিধি, অস্ত্র ব্যবহারের পদ্ধতি ও পলায়নের পথ পুনরাবৃত্তি করানো হয়।













ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোটরবাইক,রক্তের দাগ ও মদের বোতলের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও পুরো বিশ্লেষণের পাশাপাশি এই পুনর্নির্মাণ তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করেছে। বৃহস্পতিবার যুবরাজ সিংকে ডোমদোহার ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করার সময় পুলিশের কাছে যুবরাজ সিং স্বীকার করে, ঘটনার দিন সে সুনীল পাসওয়ানের জায়গায় বসে গোগো নামক নেশাজাত দ্রব্য সেবন করেছিলেন।সেই সময় জায়গার মালিক সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ান এসে তার কলার ধরে গালিগালাজ করে এবং মদের বোতল হাতে ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে।
তখন তাকে পাল্টা ভয় দেখানোর জন্য হওয়াতে একটি গুলি চালায় যুবরাজ,কিন্তু সুনীল পাসওয়ান তার উপর আরো বেশি চড়াও হওয়াতেই তাকে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায় যুবরাজ।পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় পুলিশ প্রথমে রাহুল গুপ্তা ওরফে মুরগিকে গ্রেফতার করে যুবরাজের নাম জানতে পারে।তারপরেই রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ জামতোড়া কোর্টে আবেদন করে যুবরাজ সিংকে শোন এরেস্ট করে ১০দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে।এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই যুবরাজ স্বীকার করে যে সেই খুন করেছে।সূত্রের খবর পুলিশ এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বিহার থেকে বাজেয়াপ্ত করে।

