আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনে জমকালো অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জামুড়িয়ার চাঁদায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে শুক্রবার বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে এক জমকালো মার্চ পাস্ট, দেশাত্মবোধক গান এবং পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ছিল।













সহ-পরিচালক বা কো-ডিরেক্টর মিতা রায়, এক্সিকিউটিভ গভর্নিং বডির নির্বাহী সদস্য গৌরব রায়, অধ্যক্ষ রাজীব সাউ, রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার সদস্য অ্যান জয়ন্তী চৌধুরী, সমীর কুমার চৌধুরী, কৌশিক চট্টোরাজ এবং অন্যান্যদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্র নাথ রায়।তাঁর ভাষণে শ্রী রায় পড়ুয়াদের দেশপ্রেমিক মূল্যবোধ সমুন্নত রাখার এবং জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


