ASANSOL

আসানসোলে আন্তর্জাতিক আলোকচিত্র দিবস উপলক্ষে চারদিনের প্রদর্শনী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তর্জাতিক আলোকচিত্র দিবস উপলক্ষে আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন বিজয় পাল সরণীতে স্টেট ব্যাঙ্কের বিপরীতে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে চারদিনের এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আসানসোলের আলোকচিত্রী গৌর শর্মা এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আলোকচিত্রর পাশাপাশি পুরনো ক্যামেরার প্রদর্শনীও করা হয়েছে।

শনিবার বিকেলে এক অনুষ্ঠানে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। মন্ত্রী তার ভাষণে এই প্রদর্শনী আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যে বিষয় নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, তা শিশুদের বেশী করে জানা প্রয়োজন। তাই এই প্রদর্শনী যদি স্কুলে স্কুলে করা যায়, তাহলে এর আসল উদ্দেশ্য সফল হবে। এই প্রসঙ্গে গৌর শর্মা বলেন, আমাদের দেশ পাখির দেশ। পশ্চিমবঙ্গে প্রায় ৬০০ পাখি পাওয়া যায়। তবে চারদিনের এই প্রদর্শনীতে ৪২টি পাখির আলোকচিত্র রয়েছে।

এর মাধ্যমে আমাদের রাজ্যের পরিবেশ এবং জীববৈচিত্র্য দেখানো হয়েছে। তিনি বলেন, মন্ত্রী মলয় ঘটক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আগামী ১৯ আগষ্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তিনি মন্ত্রীর বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, স্কুলগুলিতেও এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *