“প্রয়াস” সংস্থার বর্ষপূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অঙ্কন ও সংস্কৃতি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে “প্রয়াস” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বর্ষপূর্তি পালন করল । শুক্রবার প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজিত হয় উখড়া গ্রামের পুরাতন হাটতলা জমিদার স্টেটে । দুটি অর্ধে অনুষ্ঠানটি হয় । সকালে প্রথম পর্বে ছিল অঙ্কন, নাচ, গান ও আবৃতি প্রতিযোগিতা ।




বিভিন্ন বিভাগে মোট ২৯০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল । সন্ধ্যেবেলায় দ্বিতীয় পর্বে সকল প্রতিযোগীদের পুরস্কার ও মানপত্র দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা ।