বাড়ছে কাজ, কমছে মজুরি, দুর্গাপুরের অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কাজ বাড়ছে, কিন্তু মজুরি কমছে। এই অভিযোগ তুলে শনিবার দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা বিক্ষোভ দেখালেন। সংস্থার আধিকারিকরা শাটার নামাতে গেলে শাটার তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করা সংস্থার তরফে।













দুর্গাপুরের ঐ বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের অভিযোগ, ক্রমেই কাজের চাপ বাড়ছে। কিন্তু মজুরি কমে যাচ্ছে। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমাদেরকে। মজুরি বৃদ্ধির দাবি করতে গেলে নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন সংস্থার আধিকারিকরা। সেজন্যই এদিন তারা ডেলিভারি বন্ধ রেখে বিক্ষোভে নামেন। যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনলাইন ডেলিভারি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থা কর্মীরা।যদিও সংস্থার স্টোর ম্যানেজার বিকাশ কুমার যাদব বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আগে যা মজুরি পেতেন কর্মীরা, এখন তাই পাচ্ছেন তারা। কোন মজুরি কমেনি।

