ASANSOL

আসানসোলে প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগ, মেগা ড্যান্স কম্পিটিশন ” ঘুঙুর ২ ” র আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন হোটেল পার্বতী ইন্টারন্যাশনালে মেঘা ড্যান্স কম্পিটিশন ” ঘুঙুর ২ ” র আয়োজন করা হয়। এই কম্পিটিশন আয়োজনে সহযোগিতা করেছে গুরুকুল আসানসোল। এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ও নটরাজকে পুষ্পার্ঘ্য অর্পণ করে কম্পিটিশনের উদ্বোধন করা হয়। এই কম্পিটিশনের বিচারক হিসেবে উপস্থিতি থাকা দেবজিৎ সরকার মুরাট, তড়িৎ সরকার ও সুনেত্রা বিশ্বাস দাসগুপ্তকে উদ্যোক্তাদের তরফে সম্বর্ধনা দেওয়া হয়।

এছাড়াও ছিলেন আসানসোল শিল্পাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব শচীন রায়, প্রতিধ্বনি ফাউন্ডেশনের সম্পাদিকা পৌলমী কবি, সভাপতি রাজ ভট্টাচার্য, সুমিত গাঙ্গুলি, মিমি রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে প্রতিধ্বনি ফাউন্ডেশনের সম্পাদিকা পৌলমী কবি বলেন, দ্বিতীয় বছরের এই কম্পিটিশনে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড সহ দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। মোট তিনটি গ্রুপে এই কম্পিটিশন করা হয়েছে।

সবাইকে শংসাপত্র ও স্মারক দেওয়ার পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আর্থিক পুরষ্কার দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দ্বিতীয় বছরেই আমাদের এই উদ্যোগে অভূতপূর্ব সাড়া পেয়েছি। চেষ্টা করবো আগামী দিনে এই কম্পিটিশনকে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *