” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে রাজ্য ফুড প্রসেসিং ও হর্টিকালচার দপ্তরের সচিব
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের গোপালবাঁধ আদিবাসী পাড়ায় সোমবার “আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবিরের আয়োজন করা হয়েছিলো। এছাড়াও করা হয়েছিলো ” দুয়ারে সরকার ” শিবির। রাজ্যের হর্টিকালচার বা উদ্যানপালন দপ্তরের সচিব স্মারকি মহাপাত্র এদিন সেই শিবির পরিদর্শনে আসেন।













তার সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিপিআরডিও অনিমেষ কান্তি মান্না, বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও শিলাদিত্য ভট্টাচার্য ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং।

