আসানসোলে তুলসীগাছ ও হনুমান চালিশা বিলি
বিজেপির জেলা সভাপতি ও প্রাক্তন মেয়রের উপস্থিতি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য ও আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্তা এবং অন্যান্য বিজেপি কর্মীরা সোমবার আসানসোলের রেলপারের সফি মোড় থেকে ধাদকা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষদের হাতে তুলসী গাছ এবং হনুমান চালিশা তুলে দেন। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, এদিন বিজেপি কর্মীরা সফি মোড় থেকে সমগ্র এলাকার প্রায় ৩০০ জনকে তুলসী গাছ এবং হনুমান চালিশা বিতরণ করেছেন।














তিনি বলেন , হনুমান চালিশা পাঠ করলে অনেক ভূত কাছে আসে না। যা আজকের বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আজ বাংলায় ভূতের সংখ্যা অনেক বেড়েছে। এই বিষয়টি মাথায় রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।দেবতনু ভট্টাচার্য বলেন, জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই কর্মসূচি হয়েছে। প্রায় ৩০০ জনকে তুলসী গাছ এবং হনুমান চালিশা পাঠ করার দেওয়া হয়েছে। তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পাণ্ডবেশ্বরেও এই ধরে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন আসানসোলেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।







