পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫ : জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের সেরাদের পুরষ্কার
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ (Durgapur News Update)* দুর্গাপুরের সৃজনি হলে রবিবার সন্ধ্যায় ” পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫ ” এর একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বলতে গেলে এই তারকাদের মেলা বসেছিলো। অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই জেলা সম্মান অনুষ্ঠানটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা, দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল পুরনিগম ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দুর্গাপুর চেম্বার অফ কমার্স , রানিগঞ্জ চেম্বার অফ কমার্স , আসানসোল চেম্বার অফ কমার্স ও পশ্চিম বর্ধমান জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজন করেছিল।এই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ড. প্রদীপ মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও আসানসোলের সাংসদ ও প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলম প্রমুখরা ছিলেন।”



পশ্চিম বর্ধমান জেলা সম্মান ২০২৫ ” কে মোট চারটি বিভাগে ভাগ করা হয়েছিলো। যার মধ্যে রয়েছে এমএসএমইর জন্য সেরা শিল্পপতি অমিত সিং, মহিলা উদ্যোগপতি সুকন্যা বন্দোপাধ্যায়, স্বর্ণদীপ বাজোরিয়া এবং বিজয় টোডি। এছাড়াও, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য সহ আরও চারটি বিভাগে পুরষ্কার প্রদান করা হয়।এছাড়াও, জেলা সম্মান দেওয়া হয়েছে আসানসোল ও দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালের দুই কর্ণধার ডাঃ সত্যজিৎ বসু ও ডাঃ অরুণাংশু গাঙ্গুলীকে। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির চেয়ারম্যান শচীন রায়, উপদেষ্টা আরপি খৈতান, ক্রেডাইয়ের জেলা সম্পাদক বিনোদ গুপ্ত, পশ্চিম বর্ধমান জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অজয় খৈতান, আসানসোল চেম্বার অফ কমার্সের নরেশ আগরওয়াল শম্ভু নাথ ঝাঁ, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল উপস্থিত ছিলেন।