রানিগঞ্জে কোনও নির্মাণের অনুমতি দিচ্ছে না, উন্নয়ন বন্ধ হয়ে গেছে, টিডিবি কলেজে স্নাতকোত্তর স্তরে ৫ টি কোর্স বন্ধ
প্রতিবাদে সরব জিতেন্দ্র তেওয়ারি, অবিলম্বে চালুর দাবি
বেঙ্গল মিরর, রানিগঞ্জ চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রানিগঞ্জের অঞ্জনা সিনেমা হল সংলগ্ন একটি হলে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি সাংবাদিক সম্মেলন করেন। তার সাথে গত বিধানসভা নির্বাচনে রানিগঞ্জের বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখোপাধ্যায়, রানিগঞ্জ মণ্ডল ১ র সভাপতি শামসের সিং সহ এলাকার অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।













সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমি আসানসোল পুরনিগমের মেয়র পদে থাকার সময় রানিগঞ্জের টিডিবি কলেজের পরিচালন সমিতির সভাপতিও ছিলাম। সেই সময় আমি টিডিবি কলেজে স্নাতকোত্তর স্তরে ৭টি কোর্স শুরু করেছিলাম। কিন্তু সম্প্রতি জানা গেছে যে সেই কোর্সগুলির মধ্যে পাঁচটি বন্ধ করে দেওয়া হয়েছে। জিতেন্দ্র তিওয়ারি এই সিদ্ধান্তের বিরোধিতা করে। এর পাশাপাশি তিনি পড়ুয়াদের সুবিধার্থে সেই পাঁচটি কোর্স অবিলম্বে পুনরায় চালু করা এবং স্নাতকোত্তর স্তরে আরো কিছু নতুন কোর্স শুরু করার দাবি জানান। জিতেন্দ্র তিওয়ারি বলেন, যদি কলেজে এই কোর্সগুলো বন্ধ করার পেছনে যুক্তি হয় যে কলেজটি লোকসানের মুখে পড়ছে, তাহলে প্রাক্তন মেয়র বলেন যে কলেজ লাভ-ক্ষতি দেখার জায়গা নয়।
এটা শিক্ষার মন্দির। তাই তিনি প্রশাসন ও কলেজ কতৃপক্ষের কাছে দাবি জানান যে স্নাতকোত্তর স্তরে যে কোর্সগুলি চালু হচ্ছে সেগুলি পুনরায় চালু করা উচিত। যে এলাকাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে পুনরায় চালু করা হোক। এদিনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি যে আরেকটি বিষয়ের দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তা হল রানিগঞ্জের ধসের সমস্যা।
তিনি বলেন, সিপিএমের হারাধন রায় যখন আসানসোলের সাংসদ ছিলেন, তখন তিনি আদালতে এই ধস নিয়ে একটি মামলা করেছিলেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে রানিগঞ্জের কিছু এলাকাকে ” আন্সটেবল বা বিপজ্জনক ” বলে ঘোষণা করা হয়েছিলো। বলা হয়েছিল যে সেখানে কোনও নির্মাণ কাজ করা যাবে না। কিন্তু ২০২১ সাল থেকে দেখা যাচ্ছে যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা আদালত কর্তৃক ঐ চিহ্নিত এলাকাগুলির ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যেও কোনও নির্মাণের অনুমতি দিচ্ছে না। যে কারণে রানিগঞ্জের উন্নয়ন বন্ধ হয়ে গেছে। জিতেন্দ্র তিওয়ারি বলেন, এখন বিজ্ঞান অনেক এগিয়েছে ও উন্নত হয়েছে। এমন পরিস্থিতিতে যেসব জায়গাকে ” আন্সটেবল ‘ ঘোষণা করা হয়েছে সেগুলোও বিজ্ঞানের সাহায্যে নির্মাণের উপযোগী করে তোলা যেতে পারে। কিন্তু সেগুলো বাদ দিলেও কেন ঐ চিহ্নিত এলাকার ৩০০ মিটারের মধ্যে নির্মাণ কাজ করা যাচ্ছে না। প্রশাসনকে এর জবাব দিতে হবে। কারণ এর সরাসরি প্রভাব পড়ছে রানিগঞ্জের উন্নয়নের উপরে। রানিগঞ্জের এইসব এলাকায় নতুন কোনও নির্মাণ কাজ করা যাচ্ছে না। যে কারণে এখানকার অর্থনীতি ভেঙে পড়ার পথে। তিনি একটি নতুন কমিটি গঠনের দাবি জানান। যারা খতিয়ে দেখবে রানিগঞ্জের কোন কোন জায়গা নির্মাণ কাজ চালানোর জন্য নিরাপদ।

