যাত্রী বোঝাই ভলভো বাস দুর্ঘটনার কবলে।
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার কলকাতা থেকে আসানসোল গামী যাত্রীবোঝাই শ্যামলী ভলবো বাস, পড়ল দুর্ঘটনার কবলে। অল্পের জন্য বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পেলেও এই ঘটনায় চারজন যাত্রীসহ বাসে ড্রাইভার আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের টিবি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়।




ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন যাত্রী বোঝাই ভলভো বাসটি কলকাতা থেকে আসানসোল অভিমুখে যাবার সময় টিভি হাসপাতালের কাছে একটি পণ্য বোঝায় ১০ চাকার ট্রাকের পাশাপাশি যাচ্ছিল, সে সময়েই ওই ট্রাকটি অন্য রাস্তায় যেতে গেলেই সেখানে দ্রুতগতিতে যাওয়া ওই ভলভো বাসটিকে ওই ট্রাকটির মাঝ বরাবর গিয়ে ধাক্কা মারলে, বাসটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।এই ঘটনায় ভলভো বাসের কেবিন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আর সেই কেবিনের মধ্যে থাকা চারজন যাত্রী বাসের চালক এই ঘটনায় আহত হয়।
এই ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনার স্থলে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে জানা গেছে আহতদের মধ্যে বাসের চালক ছাড়া অন্য সকলের আঘাত অল্প একটু রয়েছে। এই ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ওই বাসকে উদ্ধার করে নিয়ে যায়।