এসটিএফ এর অতর্কিত অভিযান, মিলল বিশাল অস্ত্র ভান্ডার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল: এস টি এফ এর অতর্কিত অভিযান, মিলল বিশাল অস্ত্র ভান্ডারজানা গেছে এক সপ্তাহ আগেই হানা দেওয়ার কথা ছিল এস টি এফের, অস্ত্র পাচার নিয়ে তককে তক্কে ছিল প্রশাসন। তবে এবার দীর্ঘ কয়েক দিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এস টি এফ এর বিশেষ বাহিনী অন্ডাল থানা এলাকার অন্ডাল স্টেশন থেকে দশটি বন্দুক সহ আশরাফুল আনসারী ওরফে চানা নামের এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করলো উদ্ধার করা হলো পাচারের আগে সকল আগ্নেয়াস্ত্র।




জানা গেছে এই সকল আগ্নেয়াস্ত্র অন্ডালের পথ দিয়ে রাজ্যের অন্য সব অংশে পৌঁছে দেওয়ার কাজ করছিল এই অস্ত্র কারবারি দ্বিতীয় ওই ব্যক্তি বিহারের বাঁকা জেলার শাসনের বাসিন্দা বলে জানা গেছে। এই সময় এসটিএফ টানা জিজ্ঞাসাবাদ করছে জানার প্রচেষ্টা চলছে কোথা থেকে কি উদ্দেশ্যে এই সকল অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল সেই সকল কথা।
জানা গেছে কোন আগেভাগে খবর না দিয়ে অতর্কিতে এই অভিযান চালিয়েছে এস টি এফ এর বিশেষ দল। এর জেরে একটা বড়সড়ো নাশকতার হাত থেকে এলাকার রক্ষা পেল বলেই দাবি করছেন অভিজ্ঞ মহল তবে কত অস্ত্র ইতিমধ্যেই চারিদিকে সরবরাহ হয়ে গেছে সে বিষয়টা এখনো স্পষ্ট নয় এখন দেখার আগামিতে আর কি কি পদক্ষেপ নেয় প্রশাসন।