দুর্গাপুরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী উদ্বোধন আড্ডার নতুন ভবনের
আরো ভালো করে করতে হবে কাজ, দুর্গাপুর নগর নিগমের অনুষ্ঠানে বার্তা মন্ত্রীর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা যেভাবে কাজ করছে, সেই ভাবেই দুর্গাপুর নগর নিগমকে কাজ করতে হবে। বেশ কয়েক বছর পুর নির্বাচন হয়নি এটা ঠিক। তবুও মানুষের জন্য করতে হবে। বুধবার বিকেলে দুর্গাপুরে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি ( ফিরহাদ) হাকিম। এর পাশাপাশি দুর্গাপুরে নতুন করে শিল্প সম্ভাবনার কথা বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি ( ফিরহাদ) হাকিম। দুর্গাপুরে আইটি শিল্পের উজ্জ্বল সম্ভাবনার কথা বললেন তিনি।




বুধবার বিকেলে ফলক উন্মোচন করে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার নবরূপে সংস্কার হওয়া ভবন উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এর পাশাপাশি দুর্গাপুরের শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ নিয়ে বণিক সভার সদস্যদের সঙ্গে মিলিত হন তিনি। দুর্গাপুরে নতুন করে কি ধরনের শিল্প গড়ে তোলা যায় এবং শিল্পের সমস্যা নিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ববি হাকিম বলেন, শিল্পপতিরা দুর্গাপুর নিয়ে যথেষ্টই আগ্রহী। দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি হেলথ সিটির তকমা পেয়েছে। তবে দুর্গাপুরে আইটি শিল্পের সম্ভাবনার কথা তিনি স্পষ্টভাবে এদিন উল্লেখ করেন। ইতিমধ্যেই বেসরকারি সংস্থা পিনাকেল ইনফোটেক একটি বড় আইটি হাব গড়ে তুলছে । আগে থেকেই দুর্গাপুরের ওয়েবেলের একটি আইটি ইউনিট রয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম এদিন দাবি করেন, বহুজাতিক আইটি সংস্থা টাটা, ইনফোসিস, উইপ্রো আমরাই প্রথম রাজ্য এনেছিলাম। সেই সঙ্গে তিনি বাম আমলের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান রাজ্য সরকার আইটি শিল্পকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে । আগামী দিনের দুর্গাপুরে এই শিল্প সম্ভাবনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
এদিন তিনি দুর্গাপুর নগর নিগমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটার বা পুর প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক অনুষ্ঠানে বেশ কয়েকজন পুর কর্মীকে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন। সেই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পে বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কাজ করছে। কোন কাজ থেমে নেই।
গত তিন বছর ধরে দুর্গাপুর নগর নিগমের ভোট না হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই বিষয়টি পুরোপুরি রাজ্য নির্বাচন কমিশনের এক্তিয়ার ভুক্ত। আমার এই বিষয়ে আগবাড়িয়ে কিছু না বলাই ভালো। তবে কি রাজ্যের শাসক দল দুর্গাপুর নগর নিগম ভোটে হেরে যাবে, তাই তা করতে চাইছে না? এর উত্তরে তিনি বলেন, তেমন কিছু নয়। এদিনের অনুষ্ঠানে ববি হাকিমের সঙ্গে ছিলেন রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকরা।