আসানসোলে সাইকেল চোর সন্দেহে যুবককে গণধোলাই, উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের জিটি রোডে ট্রাফিক কলোনি মোড় সংলগ্ন ইমাম আলি লেনে সাইকেল চোর সন্দেহে এক যুবককে গণধোলাইয়ের ঘটনা ঘটলো। জানা গেছে, ঐ এলাকায় লোকজনেরা ঐ সাইকেল চোরকে হাতেনাতে ধরে ফেলেন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ঐ সাইকেল চোর যুবককে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।




যে ব্যক্তির সাইকেল চুরি হয়েছিলো তিনি বলেন, আমি বৃহস্পতিবার আমার সাইকেলটি এখানে রেখে কিছু কাজ করতে ঘরের ভেতরে ঢুকেছিলাম। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। কিন্তু এক যুবক সাইকেলটি চুরি করার চেষ্টা করছিলো। তখন এলাকার কিছু লোক তাকে ধরে ফেলে। এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকার পরেও সাহস করে ঐ যুবক সাইকেল চুরি করার চেষ্টা করায় এলাকার বাসিন্দারা খানি হলেও হতচকিত। ধরা পড়া সাইকেল চোরের নাম কৃষ্ণা নায়েক। সে জামুড়িয়া থানার চাঁদা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।