আসানসোল পুর এলাকায় পানীয়জলের সমস্যার সমাধান, মেয়রের উপস্থিতিতে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগম এলাকার পানীয়জলের সমস্যা সমাধানের জন্য শুক্রবার আসানসোল পুরনিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে পুর কমিশনার অদিতি চৌধুরী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের জল বিভাগের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি, আমরুত প্রকল্পের কলকাতা থেকে আসা আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।




এই বৈঠকে আসানসোল পুরনিগম এলাকার পানীয়জল সমস্যার সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।পরে মেয়র বলেন, আসানসোল পুরনিগম এলাকায় চলা আমরুত প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি আসানসোল পুর এলাকায় কিভাবে পানীয়জল সরবরাহ আরো উন্নত করা যায় সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে।