DURGAPUR

WBJEE TOPPER পঞ্চম দুর্গাপুরের তৃষাণজিৎ দলুই

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়: সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় শুক্রবার অবশেষে রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়। এদিন দশজনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে এই পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষাণজিৎ দলুই। বর্তমানে, সে আইআইটি বোম্বেতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বি. টেক করছে। তার সাফল্যে খুশির হাওয়া পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে।


তবে, তৃষানজিতের পরিবারের সদস্যরা বর্তমানে কলকাতায় থাকায় তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
প্রসঙ্গতঃ, এবারের জয়েন্ট পরীক্ষা হয়েছিল গা ২৭ এপ্রিল। পরীক্ষায় প্রথম হয়েছে কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। আদালতে ওবিসি সংরক্ষণ মামলার দরুণ এবার ফল প্রকাশে দেরি হয়। পরীক্ষার ১১৭ দিন পরে শেষ পর্যন্ত শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *