আসানসোলের লাইফ লাইন হাসপাতালে বিক্ষোভ, উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: রোগী ভর্তি রেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ১৯ নং জাতীয় সড়ক সংলগ্ন লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। শনিবার চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন রোগীর পরিবারের সদস্যরা এই হাসপাতালে বিক্ষোভ দেখান । গোটা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হাসপাতালে আসে।




এই বেসরকারি হাসপাতালে ভর্তি একাধিক রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এখানে সঠিক চিকিৎসা করা হচ্ছে না। এখানে রোগীদের কেবল টাকার জন্য ভর্তি রাখা হয়। কিন্তু তাদের সঠিকভাবে চিকিৎসা করা হয় না। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও, ওষুধের নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এক ব্যক্তি বলেন, প্রায় এক মাস আগে আমার ভাইয়ের পায়ে ফোঁড়ার কারণে লাইফ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিলল। কিন্তু চিকিৎসায় অবহেলা বাড়তে থাকে এবং আজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে তার ভাইয়ের পায়ে আরও ফোঁড়া দেখা দিয়েছে এবং শ্বাসকষ্টও হচ্ছে।
তিনি বলেন, প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু আমার ভাইয়ের অবস্থার কোনও উন্নতি হয়নি। পীযূষ মাহাতো নামে আরো একজন বলেন, আমার বাবাকে একদিন আগে ভর্তি করা হয়েছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি। তাকে প্রতিদিন ৪০০০ থেকে ৫০০০ টাকার ওষুধ দেওয়া হচ্ছে বলে আমাকে বলা হয়েছে। তার দাবি, যদি এখানে ডাক্তার সঠিকভাবে চিকিৎসা না করতে না পারেন, তাহলে তাকে রেফার করা উচিত। কিন্তু তাও করা হচ্ছে না।
পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। তবে, রোগীর পরিবারের সদস্যদের এইসব অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।