আসানসোলের অভিক মোটরর্সে হিরো গ্ল্যামার এক্স” মোটরবাইকের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের জিটি রোডের উষাগ্রামে অভিক মোটরর্সে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে হিরো ” গ্ল্যামার এক্স”র নতুন মোটরবাইকের উদ্বোধন করা হয়। এই বিষয়ে ম্যানেজিং পার্টনার শমীক পাল বলেন, এদিন হিরো নতুন মোটরবাইক উদ্বোধন করা হয়েছে। এগুলো বেশ সাশ্রয়ী এবং অতি-আধুনিক বৈশিষ্ট্যযুক্ত। নতুন এই মোটরবাইক ১২৫ সিসির। কালো সহ নানা আকর্ষণীয় রঙের আছে এই মোটরবাইক। এই মোটরবাইকগুলি বাইক এই রেঞ্জের অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো।




তিনি আরো বলেন, এই বাইকগুলি মানুষের বাজেটের মধ্যে এবং তারা এই বাইকের মাধ্যমে এমন অভিজ্ঞতা পাবে যা তারা অন্যান্য ১২৫ সিসি বাইকে পাবে না। এই বাইক তৈরিতে দূষণ নিয়ন্ত্রণেরও যত্ন নেওয়া হয়েছে। এই বাইকটি শব্দ দূষণ সৃষ্টি করে না এবং খুব বেশি কার্বন বেরোয় না। নতুন বাইক গ্ল্যামার এক্স ” র উদ্বোধনের সময় অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি কেকও কাটা হয়েছে।