ASANSOL

আসানসোলে থানা ঘেরাও, বিক্ষোভ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: জোর করে জমি লিখিয়ে নেওয়া ও মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। তারই প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে শনিবার সকালে আসানসোল পুরনিগমের 87 নম্বর ওয়ার্ডের ডামরা এলাকার আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

আক্রান্তদের তরফে বন্দনা হাঁসদা, সরকার মূর্মু ও চন্দন হাঁসদা বলেন, ডামরা এলাকায় বাস করে এমন কিছু অপরাধী মারধর করেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমরা যেন আমাদের জমি লিখিতভাবে গ্রামের ষোলোআনা কমিটিকে দান করি। কিন্তু আমরা তা করতে অস্বীকার করায় আমাদেরকে মারধর করা হয়। গত জুলাই মাসের এই ঘটনা। থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। তাদের কাছে বারবার অনুরোধ করার পরেও কোনও লাভ হয়নি। তাই এদিন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আসানসোল দক্ষিণ থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অপরাধীদের শাস্তির দাবি করে। তারা আরো বলেছেন, যে তারা ভয়ের পরিবেশে বাস করছেন।  তাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করার পরেও কোনও লাভ হচ্ছে না। এরপরেও কোন কিছু করা না হলে, বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *