নিখোঁজ থাকা গৃহবধুর দেহ দামোদর নদের চরে, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধুর দেহ রবিবার দামোদর নদের চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা বছর ৩২ এর সুস্মিতা মালাকার, গাড়িচালক মান্তু মালাকার এর স্ত্রী। গতকাল সকাল থেকেই সে নিখোঁজ রয়েছে বলেই জানান দিয়ে রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে রাত্রে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরই আজ সকালে চেলোদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়।




এ বিষয়ে পুলিশ প্রশাসন জানার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার শালতোড়া থানার মধ্যে রয়েছে সে কারণেই সেই দেহ উদ্ধারের জন্য শালতোড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলা মৃত্যু হল কিবা রয়েছে এই মৃত্যুর পেছনে সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ।