রাস্তার বেহাল দশা : সারাইয়ের দাবিতে দুর্গাপুরে প্রাক্তন কাউন্সিলারের নেতৃত্ব সই সংগ্রহ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ইস্পাত নগরী দুর্গাপুরের রাস্তার অবস্থা একেবারে বেহাল। দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এ্যাভিনিউ, হর্ষবর্ধন এ্যাভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল খুবই খারাপ । এই বেহাল রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। অথচ ডিএসপি বা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের । এই বেহাল রাস্তা সারাইয়ের জন্য তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই রবিবার দুপুরে এলাকার বাসিন্দারা নেমে পড়লেন পথে। নেতৃত্বে ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ। ৯ নং ওয়ার্ড নাগরিক কমিটির ডাকে পথ চলতি মানুষদের কাছ থেকে সই সংগ্রহ করা হয়।




এই প্রসঙ্গে পল্লব নাগ বলেন , রাস্তা বানালেও তা তিন থেকে চার মাসের মধ্যে ভেঙে পড়ে। আমরা তাই আন্দোলনে নেমেছি। মানুষের সই নিয়ে নগর নিগমে জমা দেবো। তারপর নিগম কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের হাতে দেবে। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা ইতিমধ্যেই দুর্গাপুর ইস্পাত কারখানাকে সতর্ক করে রাস্তার বিষয়টা বলেছি। আশাবাদী বৃষ্টি কমলেই এই রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হবে।