আসানসোল রাইফেল ক্লাবে শুরু ৫৭ তম ওয়েষ্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়ানশিপ
চলবে ৩১ আগষ্ট পর্যন্ত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রাইফেল ক্লাবে রবিবার ২৪ আগষ্ট থেকে শুরু হয়েছে ৫৭তম ওয়েষ্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। সোমবার সকালে এক অনুষ্ঠানে কল্যাণপুর হাউজিংয়ে আসানসোল রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হওয়া এই রাজ্য স্তরের রাইফেল এবং পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রাজ্য রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




প্রতিযোগিতার উদ্বোধন করার পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, এখানে যেভাবে শুটিং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, তার প্রশংসা করলেই যথেষ্ট হবে না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা এখানে এসেছেন। তারা এখানে তাদের শক্তি প্রদর্শন করবেন। যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক অনুভূতি জাগিয়ে তুলবে। এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের মধ্যে একজন হয়তো অলিম্পিকে পদক পাবেন।
আসানসোল রাইফেল ক্লাবের প্রশংসা করে তিনি বলেন, ভি কে ঢলের নেতৃত্বে আসানসোল রাইফেল ক্লাবে শ্যুটারদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, তারই ফলশ্রুতিতে আজ আসানসোলের তরুণ প্রতিভা অভিনব সাউ গোটা বিশ্বে আসানসোলকে গর্বিত করছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা রইলো।ভি কে ঢল জানিয়ে, এই চ্যাম্পিয়ানশিপের আয়োজন করেছে আসানসোল রাইফেল ক্লাব। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। রাইফেল ও পিস্তল বিভাগে ৭০০ এর বেশি প্রতিযোগি অংশ নেবেন।