ASANSOL-BURNPUR

বার্নপুর স্টেশনে দূরপাল্লার তিন জোড়া ট্রেনের স্টপেজ চালু,করোনার সময় তুলে নেওয়া হয়

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পাটনা – এর্ণাকুলাম এক্সপ্রেস, পাটনা – পুরী এক্সপ্রেস, আরা – দূর্গ এক্সপ্রেস দূরপাল্লার এই তিনটি ট্রেনের স্টপেজ বার্নপুর স্টেশন থেকে করোনার সময় থেকে রেল কর্তৃপক্ষ তুলে নিয়েছিলো। করোনার প্রকোপ কেটে যাওয়ার পরে রেল কতৃপক্ষ এই তিনটি ট্রেনের স্টপেজ বার্নপুরে চালু করেনি। এতে ইস্পাত নগরী বার্নপুর এলাকার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল এবং অন্যান্য জায়গার মানুষদেরকে আসানসোলে গিয়ে ট্রেন ধরতে খুব অসুবিধা ও সমস্যার মুখে পড়তে হচ্ছিলো। একে তো দূরত্ব ও এছাড়া কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হতো। তাই এই বিষয়টিকে নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল, এলাকার মানুষজন ও আসানসোল পুরনিগমের বেশ কয়েকজন কাউন্সিলরকে নিয়ে আন্দোলন করেছিলেন কাউন্সিলার অশোক রুদ্র। বিষয়টা তিনি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে জানান।

ফাইল ফটো

সাংসদ রেলবোর্ডকে এ ব্যাপারে অবগত করেন। শেষ পর্যন্ত রেলের তরফে একটি বিঞ্জপ্তি জারি করে জানানো হয়েছে, ঐ তিনটি ট্রেনের স্টপেজ বার্নপুর স্টেশন চালু করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে। আপ ও ডাউনে এই ট্রেনগুলি এক মিনিট করে বার্নপুর স্টেশনে থামবে।


সোমবার এই প্রসঙ্গে অশোক রুদ্র বলেন, যেহেতু আমার নেতৃত্বে কয়েকশো মানুষ এই তিনটি ট্রেনের স্টপেজ চালুর আন্দোলনে সামিল হয়েছিলেন ও রেললাইনে আমরা নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। তাই রেল কর্তৃপক্ষ ও আরপিএফ আমার বিরুদ্ধে মামলা করে ও আমি ২০০০ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পাই। রেলের এই সিদ্ধান্ত অবশ্যই সমগ্র শিল্পাঞ্চলবাসীর জয় বলে কাউন্সিলর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *