স্নান করতে গিয়ে দামোদর নদে তলিয়ে গেল যুবক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : মঙ্গলবার দুপুরে বালিঘাটে স্নান করতে গিয়ে দামোদর নদে তলিয়ে গেল তরতাজা যুবক। সঙ্গে থাকা তার সঙ্গী এই ঘটনা প্রত্যক্ষ করেই এলাকার মানুষজন এদের খবর দিলে ঘটনার স্থলে স্থানীয় এলাকার মানুষজনেরাই এ মুহূর্তে উদ্ধারের জন্য তৎপর হয়েছে একই সাথে রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে।




ঘটনা প্রসঙ্গে জানা যায় কেরানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের গোয়ালাপাড়ার বাসিন্দা পেশায় গাড়িচালক বছর তিরিশের বিপত্তারণ দত্ত তার বন্ধু কমল পাল কে সঙ্গে নিয়ে বেলা দেড়টা নাগাদ বাউল মন্দির ঘাট সংলগ্ন এলাকায় দামোদর নদে স্নান করতে যায়। সে সময়ই হঠাৎ দামোদর নদের ওই অংশে থাকা বালিচরের ঘূর্ণিতে চলে গেলে মুহূর্তে জলের তোড়ে দামোদরের নদে তলিয়ে যায় সে। মুহূর্তে ঘটা এই ঘটনাকে লক্ষ্য করে সঙ্গী কমল পাল এলাকার মানুষজনেদের ও তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা দ্রুত রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছে।
জানা গেছে এই ঘটনাটি দামোদর নদের যে প্রান্তে ঘটেছে সেই প্রান্তটি মেজিয়া থানার অন্তর্গত তাই এই বিষয়টি সম্পর্কে মেজিয়া থানার পুলিশকেও জানানো হয়েছে এ মুহূর্তে মেজিয়া থানার পুলিশ ও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে মেজিয়া থানা থেকেও রেস্কিউ টিমকে ডাকা হয়েছে ঘটনাস্থলে। এ মুহূর্তে ওই ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি।