DURGAPUR

দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনা, ধৃত চারজনের ৫ দিনের পুলিশ হেফাজত

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করলো। এর পাশাপাশি সোনার চেনটিও উদ্ধার করা হয়েছে। বুধবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত গোটা বিষয়টি জানান।প্রসঙ্গতঃ, গত সোমবার রাতে দুর্গাপুর শহরের কেন্দ্রস্থল সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানের কাছে এক মহিলা তনু রায়, তার মেয়ে এবং এক যুবককে নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। সেই সময়ে হঠাৎ একটি গাড়ি তাদের কাছে এসে থামে সেই গাড়ি থেকে দুই যুবক নেমে আসে। তারা তনু রায়ের গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তনু রায় ছিনতাইকারীদের হাত থেকে তার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে চেনটি ছিঁড়ে যায়। অর্ধেকটা তনু রায়ের হাতে থেকে যায়। চেনের বাকি অংশ নিয়ে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারী কিশোরকে স্থানীয় লোকজনেরা ধরে ফেলেন।

তারা সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদের পর, পুলিশ রাতভর অভিযান চালিয়ে বর্ধমান থেকে তার আরো তিন সহযোগীকে আটক করে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত চারজনকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে, বিচারক তাদের জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গ্রেফতার হওয়া চারজনের নাম সুব্রত সিং, তুফান মণ্ডল, জাকির খলিফা এবং মুন্সি সাবির আলম। এরা সকলেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে সোনার চেনও উদ্ধার করেছে।ডিসিপি ( পূর্ব) আরো বলেন, পুলিশ তো নিরাপত্তা দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আছে। তবুও সাধারণ মানুষদেরকে আরো সচেতন হতে হবে। সামনেই উৎসবের মরশুম আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *