DURGAPUR

আইএনটিটিইউসির কোর কমিটির উপরে অনাস্থা ? দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রমিক শোষণ চলছে। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তৈরি করা কোর কমিটি কিছুই করছে না। তাই এর প্রতিবাদে আইএনটিটিইউসির ব্যানার নিয়ে কোর কমিটির বিরুদ্ধেই বুধবার দুর্গাপুরে আন্দোলনে নামে সংগঠনেরই একাংশ । এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকেরা । কার্যত ঠিকা শ্রমিকেরা তাদের রাগও ক্ষোভ উগড়ে দেন, রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোর কমিটির বিরুদ্ধে ।

এদিন ঠিকা শ্রমিকেরা সাফ জানান, ঠিকাদার ও কারখানা কতৃপক্ষ মিলে শ্রমিক শোষণ চালিয়ে যাচ্ছে। কোর কমিটি কোন কিছুই করছে না । কারখানার গেটে একটি ব্যানারে ওয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে । শ্রমিকদের কথায়, এসব সব কিছুই লোক দেখানো। তাদের দাবি, শ্রমিকদের অভিযোগ নিয়ে কোন কিছুই করা হচ্ছে না । উল্টে তারা ঋতব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কোর কমিটি নয় , আগের কমিটিকেই শ্রমিক স্বার্থের উপযোগী বলে দাবী করেন ।

তাদের কথায়, ঠিকাদাররা তাদের জোর করে কাজের চাপ বাড়িয়ে দিয়েছে। যা তাদের করার কথা নয় সেটা তারা করাচ্ছে । ঠিকা শ্রমিকদের কথায়, বাইরে থেকে প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। কিন্তু কোর কমিটি সেসব দেখছে না । এদিনের বিক্ষোভে ঠিকা শ্রমিকেরা একপ্রকার ঋতব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কোর কমিটির বিরুদ্ধেই অনাস্থা জানিয়ে দিলো । তারা বলেন, ধুমধাম করে মন্ত্রী থেকে আরম্ভ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই টোল ফ্রি নম্বরের কথা বলেছিলেন। তার হোর্ডিং লাগানো হয়। কিন্তু আদৌ সেই নম্বর কোন কাজে আসছে না।

শ্রমিকদের সেখানে জানানো কোন অভি্যোগের কোন সুরাহা হয়নি এখনো পর্যন্ত । শ্রমিকদের এই দাবি ও অভিযোগ নিয়ে কোর কমিটির সদস্যদের তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে, এদিনের বিক্ষোভ কিন্তু তৃণমুলের নেতৃত্বের কপালে বেশ চওড়া ভাঁজ ফেলবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *