বার্নপুর সেল আইএসপিতে দুর্ঘটনা, চেইন রোলারে চাপা পড়ে মৃত্যু জুনিয়র ইঞ্জিনিয়ারের
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানায় সিসিপি অপারেশনের কনভার্টার এলাকায় কাজ চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুর দুটো নাগাদ হওয়া এই দুর্ঘটনায়, জুনিয়র ইঞ্জিনিয়ার সুনীল সিনহা (৫৪) দুর্ঘটনাস্থলে চেইন রোলার গাড়ির নিচে পড়ে মারা যান। এই ঘটনায় কারখানায় ঐ অংশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।




জানা গেছে, অন্য দিনের মতো বুধবার দুপুরে ইস্কো কারখানার জুনিয়র ইঞ্জিনিয়ার সুনীল কুমার সিনহা সিসিপি অপারেশনের কনভার্টার এলাকায় কাজ করছিলেন। সেই সময় পিছনের দিকে আসা চেইন লোডারটি তার উপর দিয়ে চলে যায়। তাতে তিনি একেবারে পিষে যান। তাকে সঙ্গে তারা কারখানার ওএইচএস বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে, এই ঘটনার পরে, কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। তারা কারখানায় কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এর পাশাপাশি তারা মৃত জুনিয়র ইঞ্জিনিয়ারের পরিবারের এক সদস্যকে চাকরি ও ক্ষতি পূরণ দেওয়ার দাবি করেন।
এরপরে মৃত জুনিয়র ইঞ্জিনিয়ারের পরিবারের একজনকে চাকরি দেওয়া, ক্ষতিপূরণ সহ অন্য সাহায্যের বিকেলেই সেল আইএসপি কতৃপক্ষ ও বিভিন্ন ইউনিয়নের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে , ইউনিয়ন এবং কারখানা কতৃপক্ষের মধ্যে পারস্পরিক সম্মতি ও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে, ইস্কো কারখানা কতৃপক্ষের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে মৃতের ছেলে সুধাংশু রঞ্জন সিনহাকে চাকরিতে যোগদানের নিয়োগপত্র দেওয়া হয়। সবকিছু হয়ে যাওয়া পরেও, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কারখানার ভেতরে ঘটা এমন ঘটনার দায় কে নেবে? সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের তরফে বলা হয়েছে, কি করে এই ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।