মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা, আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে রাজ্য স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইনচার্জেরা উপস্থিত ছিলেন। পরে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের জেলাশাসক এস পোন্নাবলম বলেন, এদিনের বৈঠকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্তরের পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ্যাসিসটেন্ট টিচার বা সহকারী শিক্ষকদের নিয়োগের জন্য পরীক্ষা হবে।




জেলাশাসক আরো বলেন , মাধ্যমিক স্তর অর্থাৎ নবম ও দশম শ্রেণীর পরীক্ষা ৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, রবিবার হবে। জেলার ২০টি কেন্দ্রে মাধ্যমিক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে ১২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা ১১টি পরীক্ষা কেন্দ্রে হবে। যেখানে প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, এদিনের বৈঠকে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। যেসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, সেসব পরীক্ষার কেন্দ্র অর্থাৎ স্কুলের ইনচার্জ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের সবাইকে নির্দেশ ও তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও, পুলিশ , জেলা স্বাস্থ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।