আসানসোলে জঙ্গল থেকে যুবতীর দেহ উদ্ধার, সন্দেহ খুনের, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: জঙ্গল থেকে উদ্ধার হলো অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঐ যুবতীকে ধর্ষণ করে খুন করার পরে দুষ্কৃতিরা দেহ এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে পালায়। শুক্রবার সকালে দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা ১০ নং এলাকার পলাশডাঙ্গায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।




অজ্ঞাতপরিচয় ঐ যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবতীর মৃতদেহর ময়নাতদন্ত করা হবে বলে এদিন পুলিশ জানিয়েছে। তার আগে পুলিশ যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে। যুবতীর ছবি আশপাশের বিভিন্ন থানায় পাঠিয়ে জানার চেষ্টা করা হচ্ছে, কোন এলাকা থেকে কেউ মিসিং আছে কিনা। জানা গেছে, এদিন বেলা বারোটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার ডামরা ১০ নম্বর এলাকায় পলাশডাঙ্গার জঙ্গলের মধ্যে এক যুবতীর মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পুলিশ এলাকায় আসে। জঙ্গলের ভেতরে কাঁটাগাছ সরিয়ে যুবতীর দেহ উদ্ধার করা হয়। বছর ২০/২২ এর ঐ যুবতীর পড়নে নীল ও সাদা প্রিন্টের শালোয়ার কামিজ ছিলো। চোখমুখে রক্তের দাগ ছিলো। শালোয়ার কামিজের রক্তের দাগ দেখতে পাওয়া যায়। গলায় কালশিটে দাগ ছিলো। এরপর পুলিশ মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা চন্দন গান্ধী বলেন, এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে এই এলাকার জঙ্গলের ভেতরে। স্থানীয় মানুষেরা মৃতদেহটি কাছ থেকে দেখেনি। এই এলাকা বা আশপাশের নয় বলে মনে হচ্ছে। অনুমান করা হচ্ছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, এটি মূলতঃ একটি আদিবাসী এলাকা। আদিবাসী মহিলা ও মেয়েরা এখানে বিভিন্ন কাজের জন্য আসে। কেউ কাঠ সংগ্রহ করতে বা আবার কেউ অন্য কাজের জন্য আসে। এমন পরিস্থিতিতে যদি কোন যুবতীকে এভাবে খুন করে এখানে ফেলে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে।
ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি ( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর আসানসোল জেলা হাসপাতালে আসেন। তারা ঘটনাস্থলে যাওয়া পুলিশ অফিসারদেট সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে পরে ধ্রুব দাস বলেন, ডামরা ১০ নম্বর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। তবে দেহ ময়নাতদন্তের আগে তিনি এই ঘটনা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তিনি বলেন, ময়নাতদন্তের পরেই এ সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু বলা যাবে।