আসানসোল পুরনিগমের তরফে বিদ্রোহী কবিকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড এলাকায় কবি মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আইনী উপদেষ্টা রবিউল ইসলাম, অফিস ইনচার্জ প্রলয় মাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলেই কাজি নজরুল ইসলামের মূর্তিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।




এই অনুষ্ঠানে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, কাজি নজরুল ইসলাম আসানসোলের অদূরে জামুড়িয়ার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। স্বাধীনতা আন্দোলনের সময় তাঁর কলম ব্রিটিশদের ঘাম ঝরিয়েছিল। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমানবন্দরের নামকরণ করেছিলেন কাজি নজরুল ইসলামের নামে। কাজি নজরুলের নামে আসানসোলে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে।
তাঁর জন্মস্থান চুরুলিয়ায় ঐতিহ্য ও কাজী নজরুল ইসলামের প্রতিভা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার। তিনি বলেন, আসানসোল পুরনিগমও কাজী নজরুল ইসলামদের মতো মহান ব্যক্তিদের তাদের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে সর্বদা স্মরণ করে যাতে নতুন প্রজন্ম তাদের কাছ থেকে শিখতে পারে।