PANDESWAR-ANDAL

পড়ুয়াদের দেওয়া হলো বজ্রপাত থেকে আত্মরক্ষা ও মোবাইলের সদ্ব্যবহার নিয়ে পাঠ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে বজ্রপাতের ঘটনা ঘটে সর্বাধিক । বজ্রপাতের শিকার হয়ে আহত ও মৃত্যুর ঘটনাও ঘটে এই সময় । সাম্প্রতিককালে এই প্রবণতা আগের থেকে অনেক বেড়েছে । সাধারণত ঘর ও আশ্রয়ের বাইরে খোলা জায়গা বিশেষত্ব রাস্তা ও মাঠে থাকা মানুষজনই এই ঘটনার শিকার হয় বেশি । যা যথেষ্ট উদ্বেগের । বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার পদ্ধতির পাঠ দেওয়া শুরু হল পড়ুয়া দের ।

শুক্রবার পাণ্ডবেশ্বর ব্লকের গাইঘাটা হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের এই পাঠ দেওয়া হয় । সচেতনতামূলক এই পাঠ এদিন পড়ুয়াদের দেন পাণ্ডবেশ্বর সার্কেলের স্কুল পরিদর্শক সজল কুমার মন্ডল । পড়ুয়াদের তিনি বোঝান সাধারণত বাজ উপর থেকে নিচে আসার চেষ্টা করে । নিচে নামার সময় মাঝে কোথাও বাধা পেলে সেখানেই ঘটে বজ্রপাত । তাই সাধারণত বেশি বাজ পড়ে উঁচু গাছে । সেজন্য আবহাওয়া খারাপ হলে অথবা বজ্রপাত ঘটলে সেই সময় কখনোই গাছের নিচে দাঁড়ানো উচিত নয় ।

এরকম পরিস্থিতিতে গাছের নিচে অথবা খোলা মাঠে না থেকে কাছাকাছি কোন সেলটারে আশ্রয় নেওয়া উচিত । আরও কি কি পদ্ধতি অবলম্বন করলে বজ্রপাত থেকে আত্মরক্ষা করা যায় সেই বিষয়ে ক্লাস নেন সজল বাবু । এছাড়াও এদিন তিনি পড়ুয়াদের মোবাইলের সদ্ব্যবহার নিয়েও সচেতনতার পাঠ দেন । ক্লাসরুম অন্ধকার করে একটি গোলাকার বলে মোবাইলের আলো ব্যবহার করে তিনি পড়ুয়াদের দেখান কিভাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় । সজল বাবু বলেন মোবাইল আদপে খারাপ জিনিস নয় কিন্তু আমরা নিজেরাই তা অপব্যবহার করি । তাই এদিন পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করলাম মোবাইলকে কিভাবে ভালো কাজে ব্যবহার করতে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *