দুর্গাপুরে আইএনটিটিইউসির দুটি কমিটি ঘোষণা
রাজ্য সভাপতির উপস্থিতিতে বৈঠক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুটি নতুন কমিটি ঘোষণা করা হলো শনিবার। দুর্গাপুরে জেলা অফিসে এই নিয়ে একটি বৈঠক হয়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুটি কমিটির তালিকা প্রকাশ করেন। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারও।




দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের দুটি নতুন কমিটি ঘোষণা করেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে নতুন কমিটিতে ৪১ জন রয়েছেন। অন্যদিকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের নতুন ট্রেড ইউনিয়ন কমিটিতে ৪৯ জন স্থান পেয়েছেন। বেশ কিছু দিন ধরেই আইএনটিটিইউসির কোর কমিটি দুর্গাপুর ইস্পাত কারখানা সহ অন্যান্য কারখানা গুলির ট্রেড ইউনিয়নের কাজ দেখভাল করছিল।
তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন দুটি নতুন কমিটি ঘোষণা করেন। এদিন কমিটি ঘোষণা করার পর ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আমি গিয়ে এই নতুন শ্রমিক সংগঠনের তালিকা দিয়ে এসেছি। পাশাপাশি তিনি বলেন, খুব শীঘ্রই দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় নতুন ট্রেড ইউনিয়ন কমিটি ঘোষণা করে দেওয়া হবে। স্থানীয় কর্মীরা যাতে কারখানা গুলিতে কাজ পায় সে ব্যাপারে রাজ্য সরকারের পোর্টাল শ্রমিকদের তালিকা ধরে কাজের ক্ষেত্রে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেবে।