সিসি ক্যামেরায় ধরা পড়ে চোরের কীর্তি
রানিগঞ্জে সাতসকালে বাড়িতে চুরি, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের রানিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডের ধোবি মহল্লার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। রবিবার সকাল ছটা নাগাদ এই চুরির ঘটনাটি ঘটেছে। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল পুরনিগমের ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি মহঃ আরফাজ জানান, ধোবি মহল্লার জামা বাবুর্চি বাড়ি থেকে এক যুবক মোবাইল ফোন চুরি করেছে। পরিবারের সদস্যরা তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র পরীক্ষা করে দেখছেন, যে অন্য কোনও জিনিস চুরি হয়েছে কিনা।ঐ বাড়ির লোকজনেরা বলেন, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরার কারণে জানা যায় যে এদিন সকালে তাদের বাড়িতে চোর ঢুকেছিলো।




এই ঘটনার কারণে বাড়ির লোকজনদের পাশাপাশি আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের দাবি, যদি এভাবে চলতে থাকে, তাহলে আরও বড় ঘটনা ঘটতে পারে। মহঃ আরফাজ আরো বলেন, কয়েক বছর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তাদের দোকান এবং বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য একটি অভিযান চালিয়েছিল। যদি কোনও ঘটনা ঘটে, তাহলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ চোরের কাছে পৌঁছাতে পারে।
তিনি বলেন, এ বিষয়ে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হবে। যাতে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব চোরের কাছে পৌঁছাতে পারে এবং তাকে গ্রেফতার করতে পারে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।