পুজো কার্নিভাল ২০২৫ : মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আসানসোলে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়: দুর্গাপূজোর পরে রাজ্য সরকার বিভিন্ন জেলায় পুজো কার্নিভালের আয়োজন করে। এই বছরেরও তাই করা হবে বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। পশ্চিম বর্ধমান জেলায় গত বছরের মতো আসানসোল ও দুর্গাপুরে আলাদাভাবে দুটি পুজো কার্নিভাল করা হবে। সেই পুজো কার্নিভালের প্রস্তুতি নিয়ে রবিবার সকালে আসানসোলের সার্কিট হাউসে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে রাজ্যের আইন ও মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে কার্নিভালের উপস্থাপনা নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে অন্যদের মধ্যে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ছাড়াও দুই অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক ( সদর ) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন।




পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন, আসানসোলের কার্নিভাল নিয়ে একটি বৈঠক হয়েছে। জেলার আসানসোল এবং দুর্গাপুরে কার্নিভালের আয়োজন করা হবে। আসানসোলে অনুষ্ঠিত হওয়া কার্নিভাল নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে অনুযায়ী, এ বছরের কার্নিভাল গত বছরের মতো একই স্থানে অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূর্ত দপ্তর সেই জায়গাটি সমীক্ষা করে দেখছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের তরফে জেলার পুজো কার্নিভালের দিন নির্দিষ্ট করে এখনো পর্যন্ত জানানো হয়নি। সবকিছু ঠিক থাকলে ৪ অক্টোবর পুজো কার্নিভাল হবে। সেদিন দুপুর আড়াইটে দুর্গাপুরে ও বিকেল চারটের সময় আসানসোলে পুজো কার্নিভাল শুরু হবে। প্রসঙ্গতঃ, ২০২৪ সালে আসানসোলে পুজো কার্নিভাল বার্নপুর রোডে আসানসোল পুলিশ লাইনের সামনে হয়েছিলো।