RANIGANJ-JAMURIA

জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ 🙁 Asansol Raniganj News) জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশী আশ্বাসে আধঘন্টা পর স্বাভাবিক হলো পরিচিতি। জামুড়িয়ার খাস কেন্দা এলাকায় এবার কালাঝরিয়ার জল প্রকল্পের জল সরবরাহ স্বাভাবিক না হওয়ায়, জল সরবরাহ সঠিকভাবে হচ্ছে না এই দাবি করে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন শুরু করে সেই এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি অনিয়মিত জল সরবরাহ করা হচ্ছে তাদের এলাকায় কখনো জলের টাংকি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে কখনো সেই জল সরবরাহন নিয়মিত হচ্ছে না ও পর্যাপ্ত জল দেওয়া হচ্ছে না এলাকাবাসীকে। এর ফলে ব্যাপক জলের সংকট লক্ষ্য করা গেছে সর্বত্র এসব বিষয় নিয়ে বেশ কয়েক দফায় নানান স্তরে জানান দিলেও কোন কাজের কাজ হয়নি। শেষ মেষ এবার তারা সোমবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এই বিক্ষোভের খবর জানতে পেরে বিক্ষোভকারীদের মাঝে দ্রুত পৌঁছে যান জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। এদিন কেন্দা ফাঁড়ির আইসি লক্ষীকান্ত দাস বিক্ষোভকারীদের জানান তিনি এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে ও পানীয় জল সরবরাহের আধিকারিকদের সঙ্গে কথা বলে জল সরবরাহ যাতে পর্যাপ্ত হয় ও দ্রুত স্বাভাবিক হয় সে বিষয়ে উদ্যোগ নেবেন বলেই আশ্বাস দেন, এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *