PANDESWAR-ANDAL

ক্লোরিন ট্যাংক লিক করে অসুস্থ এক মহিলা সহ ৯ জন

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্পের ক্লোরিনের ট্যাংক লিংক করে একজন মহিলা সহ অসুস্থ ৯ জন । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর ফুলবাগান সংলগ্ন এলাকায় ।

পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন ফুলবাগান এলাকায় রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল পরিশোধন কেন্দ্র । সোমবার সন্ধ্যাবেলায় সেখানে ক্লোরিনের ট্যাংক লিক করে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে । সেই গ্যাসে সন্ধ্যা পট্টনায়ক নামে এক মহিলা সহ অসুস্থ হয়ে পড়ে ৯ জন । ঘটনার পরেই এলাকায় ছড়ায় আতঙ্ক । খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

অসুস্থদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালের পাশাপাশি দুর্গাপুর মহাকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুরে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে । স্থানীয় তৃণমূল নেতা যমুনা ধীবর বলেন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । কি করে এই দূর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে বলে জানান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *