রানীগঞ্জে জাতীয় সড়কে ব্রেজা গাড়িতে সাইরেন বেজে আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মারুতি ব্রিজা গাড়িতে হঠাৎ করেই সাইরেন বেজে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানিগঞ্জের পাঞ্জাবী মোড় রয়েল কেয়ার হাসপাতালের সামনে। যারা যায় এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তির দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার ধারে পৌঁছলে এই গাড়ির মধ্যে আগুন ধরে যায় দ্রুত গাড়ির মধ্যে সমস্ত ইঞ্জিনে আগুন ধরার সাথেই একটা টায়ার ব্লাস্ট হয়।




এই ঘটনার খবর মুহূর্তে রানীগঞ্জ থানার পুলিশ পাওয়ার পরপরই দমকল বিভাগের খবর দিলে রানীগঞ্জে দমকল বিভাগের একটি ইঞ্জিন মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তার আগে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি।
জানা গেছে জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা থেকে সন্দীপ জোহর তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রানিগঞ্জ ফিরছিল সে সময়ই হঠাৎ করে গাড়ির সাইরেন বেজে ওঠে আর তারপরই তারা গাড়িটিকে রাস্তার ধারে করে গাড়ি থেকে নামলেই গাড়িতে আগুন ধরে যায় বলেই জানিয়েছেন তারা। এখন এই মুহূর্তে জাতীয় সড়কের একধারে ওই গাড়িটি আগুন নিভিয়ে রাস্তা সচল করার চেষ্টা চালানো হচ্ছে ঘটনা স্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন ও পুলিশের বিশাল বাহিনীতে পৌঁছেছে।