ASANSOL

এডিপিসির ১৪ তম প্রতিষ্ঠা দিবস পালন, আসানসোল শহরে ট্রাফিক গার্ডের সচেতনতামূলক র‍্যালি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের তরফে বুধবার আসানসোল শহরের জিটি রোডে ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করতে একটি সচেতনতামূলক র‍্যালি বার করা হয়। র‍্যালিটি আসানসোল পুরনিগম থেকে শুরু হয়ে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড পর্যন্ত চলে। এই র‍্যালিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিআই ২ ( আসানসোল) রানা অম্বিকা দত্ত, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মণ্ডল ছাড়াও ট্রাফিক গার্ডের অফিসার, সিভিক ভলেন্টিয়ার, সাধারণ নাগরিক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে রানা অম্বিকা দত্ত বলেন, ট্রাফিক গার্ডের তরফে এই ধরনের প্রচার অভিযান সবসময়ই করা হয়ে থাকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ” সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির আওতায় ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই র‍্যালি বার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *