আসানসোলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডের তালপুকুরিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মহঃ শাহনওয়াজ আলম (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের তালপুকুরিয়ার বাসিন্দা মহঃ শাহনওয়াজ আলম বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো।




বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়িতে একাই ছিলো। পরে তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা খবর দিলে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ এলাকায় আসে। পুলিশের উপস্থিতিতে তাকে উদ্ধার কর আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম বলেন, এই যুবক বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো।
এদিন তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আরো বলেন, এই যুবক এর আগে দু/একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো।প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।